আমতলীতে ভূমিহীনদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
আমতলী উপজেলার ৭ নং আপাঙ্গাশিয়া ইউনিয়নে একতা ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ২ শতাধীক কার্ডধারী ভূমিহীনদের সরকারী বন্দোবস্তকৃত খাস জমি ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও একাধীক মামলার আসামী জাকির গংদের দখলে থাকা জমি উদ্ধার এবং শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় আড়পাঙ্গাশিয়া বাজারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
আড়পাঙ্গাশিয়া একতা ভূমিহীন সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আঃ ছত্তার ফকিরের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমিহীন শানু ফকির, মোঃ শহিদ, শাহিদা বেগম, ও হাজেরা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা, প্রশাসনের কাছে ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসী বাহিনীর মূল হোতা জাকির হাওলাদার, নাজমুল হাওলাদার, খালেক ও নিজামের শাস্তি এবং ভূমিদস্যুদের দখলে থাকা ভূমিহীনদের সরকারী বন্দোবস্ত দেয়া জমি ফিরে পাওয়ার দাবী জানান । মানববন্ধন শেষে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সরোয়ার হোসেনের কাছে স্বারকলিপি প্রদান করেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩০ এপ্রিল