পাথরঘাটা মঠবাড়িয়া-চরখালী- মহাসড়ক সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণের দাবি
ভান্ডারিয়ার চরখালী–মঠবাড়িয়া–পাথরঘাটা দীর্ঘ ৬০ কি.মি. সড়কটি উন্নয়নে প্রায় ১০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতোমধ্যে কাজের উদ্বোধনও করা হয়েছে। এই সড়ক দিয়ে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রতিদিন অগণিত ট্রাকসহ ভারী যানবাহন দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। পায়রা সমুদ্রবন্দর থেকে খুলনায় যোগাযোগের পথও এটি। এই সড়কের ওপর থেকে কুয়াকাটা, কলাপাড়া, অামতলী উপজেলাসহ বরগুনা জেলার সাথে পিরোজপুর, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, যশোর, মাগুরা এমনকি চাপাইনবাবগঞ্জ এর পরিবহণ ও মালবাহী গাড়ি সহজে অাসা-যাওয়া করে থাকে। সংগত কারণে এই সড়কের গুরুত্ব বোঝানোর তেমন কোন প্রয়োজন রাখে না।
সড়কটি সংস্কার করণে প্রায় ১০৫ কোটি টাকা একনেকে পাশ হওয়ার পরে এই অঞ্চলের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সড়কটি উন্নয়নে অাগেও বার বার বরাদ্দ হয়েছে। কিন্তু জনগণ বার বারই ঠকেছে ঠিকাদার ও ইঞ্জিনিয়রদের যৌথ ঠকবাজিতে। সড়কটি সংস্করণে জনগণ অার ঠকতে চায় না। চায় না তারা ঠিকাদার বা স্থানীয় ইঞ্জিনিয়রদের ওপর বিশ্বাসও রাখতে। জনগণ চায় প্রতি বিন্দুতে ন্যায্যতা অাদায় করতে। কিন্তু জনগণের ইচ্ছার প্রতিফলন সহজে ঘটে না। সংস্কার কাজ শুরুর পর থেকে নানা অনিয়মের কথা সবার মুখে মুখে ভেসে বেড়াচ্ছে। মঠবাড়িয়াসিটিজেন জার্নালিজমটীমের কাছে সংস্কারে অনিয়ম ও দুর্নীতির চিত্র স্পষ্ট হয়েছে।
তাই নিকটতম পটুয়াখালীর শেখ হাসিনা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর তত্ত্বাবধানে সড়কটি সংস্কারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত প্রার্থনা করছি। সেনাবাহিনীর তত্ত্বাবধারণের প্রয়োজনীয়তায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি অাকর্ষণের জন্য মাননীয় এমপি ডা. মো. রুস্তম অালী ফরাজী মহোদয়, পিরোজপুর জেলা প্রশাসক জনাব অাবু অাহমদ সিদ্দীকী মহোদয়, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব জিএম সরফরাজ মহোদয়ের নিকট বিনম্র অনুরোধসহ দাবি জানাচ্ছি।
সুত্রঃআলোকিতমঠবাড়িয়া