ছাত্রী ধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন
কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিচার ও শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
শনিবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় সরকারি বিএম কলেজের শহিদ মিনার গেটে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজেরে সামনের সড়ক ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনার গেটে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সহপাঠির কাছে নোট আনতে গিয়ে ধর্ষণের শিক্ষার হয় কলেজছাত্রী। আর যারা ধর্ষণ করেছে তারা চিহ্নিত সন্ত্রাসী।
শিক্ষার্থীরা আরো বলেন, এর আগেও তারা এ রকম অপরাধ করেছে। এর পরও আইনের মারপ্যাচে পার পেয়ে গেছে। কিন্তু এবার ধর্ষকদের ফাঁসি দিতে হবে। অন্যথায় বরিশালে ছাত্র ধর্মঘট ডাকা হবে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বরিশাল কাশিপুর হাইস্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনির এক ছাত্রী সহপাঠীর কাছে নোট আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ এপ্রিল