মঠবাড়িয়ায় ভেকুর ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
মঠবাড়িয়ায় মাটি খননের ভেকুর (এক্সভেটর) ধাক্কায় ভাড়ায়চালিত এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী।
শনিবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে মঠবাড়িয়া-মাছুয়া সড়কের মল্লিকবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম হেলাল হাওলাদার(১৪)। তিনি উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া জেলে পল্লীর মো. মোশারেফ হাওলাদার এর ছেলে। অপর আহত মোটরসাইকেল আরোহীর নাম রুহুল আমীন(৫৫)। তার পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, মঠবাড়িয়া-মাছুয়া সড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজে ব্যবহৃত একটি ভেকু মল্লিকবাড়ি নামক স্থানে বালু ও পাথরের গোলা থেকে মালামাল ট্রাকে তোলার কাজ করছিল। সড়কের পাশের গোলা থেকে ট্রাকে মালমাল লোড করার সময় ভেকুটি বেপরোয়াভাবে মূল সড়কে উঠছিল। এ সময় মঠবাড়িয়া থেকে একটি ভাড়ায়চালিত যাত্রীবাহী মোটরসাইকেল মাছুয়া বাজারের দিকে যাওয়ার সময় ভেকুর ধাক্কায় মোটরসাইকেলটি সড়ক থেকে ছিটকে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন ও রুহল আমীন নামে এক বৃদ্ধ আরোহী গুরুতর আহত হন।
এদিকে দুর্ঘটনার পর ভেকু চালক ও রাস্তার সংস্কার কাজের শ্রমিকরা পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে পুলিশ বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বলেন, ঘটনাস্থল হতে নিহত মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভেকুচালক ও শ্রমিকরা দুর্ঘটনার পর পালিয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ এপ্রিল