গৌরনদীতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগে থানায় মামলা
বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা গ্রামে মেঝোভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় নিহতের স্ত্রী সুমা বেগম গৌরনদী থানায় মামলাটি করেন। গৌরনদী থানার ওসি মো. মুনিরুল ইসলাম এই তথ্য জানান।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে খুন হন সৌদি প্রবাসী বাদল আকন (৩৫)।
মামলার আসামিরা হলেন- নিহতের মেঝোভাই নজরুল আকন, মেঝভাবি রেহানা বেগম, একই বাড়ির হালান আকন, হান্নান আকন, মাজেদ আকন, লতিফ আকন, বোন রেক্সনা বেগম ওরফে রেকসোনা বেগম ও ভগ্নিপতি আজিবর খান।
গৌরনদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম বলেন, ‘নিহত বাদলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। ঘুষিতে নাকি পিটুনিতে বাদল খুন হয়েছে, তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৭ এপ্রিল
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)