সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত
সড়ক দুর্ঘটনায় বরিশালের হিজলায় এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম সেতু, বয়স ১৯ বছর।
বুধবার (২৫ এপ্রিল) দিনগত রাত ৯টার দিকে হিজলা উপজেলার মাউতলা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, সেতুসহ ৪ আরোহী মোটরসাইকেলে যাচ্ছিলেন। হিজলার মাউতলা নামক স্থানে সড়কের ওপর থাকা ড্রেজিং পাইপ অতিক্রমের সময় তাদের মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়।
এতে ৪ জনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এর মধ্যে সেতুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত সেতু মুলাদী উপজেলার কাজিরচর এলাকার মনিরুল ইসলামের ছেলে ও মুলাদী কলেজের ছাত্র ছিলেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ এপ্রিল
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)