আমতলী কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীকে মারধর
আমতলীতে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ঢুকে পূর্ব শত্রুতার জের ধরে এক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৫ এপ্রিল) সকালে আমতলীর বকুলনেছা মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, আমতলী ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. রেদোয়ান হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা দেওয়ার জন্য সকাল সাড়ে ৯টার দিকে বকুলনেছা মহিলা কলেজ কেন্দ্রে প্রবেশ করেন। এর ১০ মিনিট পরই স্থানীয় নাইম নামের এক বখাটে ওই কেন্দ্রে প্রবেশ করে রেদোয়ানকে মারধর করে চলে যান।
অভিযুক্ত নাঈম (২৫) আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বসিন্দা মো. মনিরুল ইসলাম টুকুর ছেলে।
আমতলী বকুলনেছা মহিলা কলেজ কেন্দ্রর সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ জানান, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে মারধরের খবর শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাঈমকে গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৫ এপ্রিল