উপজেলা ছাত্রলীগআমতলী ৪ ছাত্রলীগ নেতাকর্মীর চাঁদাবাজী মামলায় জামিন
আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহাবুব ইসলাম (মাহাবুব)সহ ৪ ছাত্রলীগ নেতাকর্মীর নামে একটি চাঁদাবাজী মামলায় মঙ্গলবার (২৪ এপ্রিল) জামিন আবেদন মঞ্জুর করেছে আমতলীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞবিচারক মো. হুমায়ুন কবির ।
উল্লেখ্য সোমবার (২৩ এপ্রিল) মাহবুব ইসলামসহ ৫ ছাত্রলীগ নেতাকর্মী একটি চাদাবাজী মামলার ধার্যতারিখে আদালতে হাজির না হওয়ায় আমতলীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রেফতারি পরোয়ানা জারী করেছিল ।
জানা গেছে , ২০১৭ সালে ২৪ সেপ্টেম্বর তারিখে তালতলী উপজেলা ছাত্রলীগ কর্মী সাদ্দাম হোসেন বাদি হয়ে মাহাবুবসহ তারিকুল ইসলাম টিপু, গাজী আ. হালিম, মো. আশিকুল ইসলাম আসলাম, মো. শাহীন, আব্দুল্লাহ আল মামুন সবুজ, মো. ইমরান, জাকারিয়া মোট ৮ জনকে আসামী করে আদালতে চাঁদাবাজীর মামলা করেন। ওই মামলায় ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারী ৭ জনকে অভিযুক্ত করে থানা পুলিশ আদালতে অভিযোগ পত্র দাখিল করে এবং জাকারিয়াকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।
২৩ এপ্রিল সোমবার এই মামলার ধার্য্য হাজিরায় অনুপস্থিত থাকায় মাহাবুবসহ তারিকুল ইসলাম টিপু, গাজী আ. হালিম, মো. আশিকুল ইসলাম আসলাম, মো. শাহীন মোট ৫ জনের বিরুদ্ধে আদালতের বিচারক মো. হুমাযুন কবির গ্রেফতারি পরোয়ানা জারী করেন। এমামলার আসামী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন সবুজ ও ছাত্রলীগে নেতা মো. ইমরান ধার্য তারিখে আদালতে হাজির হওয়ায় আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।
ছাত্রলীগ নেতাকর্মীদের প্রধান আইনজীবি এ্যাড: মো. বদরুল হাসান খান বাকের জানান , ধার্যতারিখে আদালতে হাজির না হওয়ায় মাহবুবসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছিল আদালত । মঙ্গলবার মো. মাহবুব ইসলামসহ ৪ ছাত্রলীগ নেতা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিজ্ঞবিচারক মো. হুমায়ুন কবির তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। উল্লেখ্য এ মামলার এক আসামী গাজী মো. আব্দুল হালিম বিদেশে রয়েছেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ এপ্রিল