বরিশালে বিভিন্ন নদীতে অভিযানে চালিয়ে কারেন্ট জাল ও জাটকাসহ আটক ৯
পাথরঘাটা নিউজ ডেস্কঃ
বরিশালে বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে অবৈধ ১ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ মণ জাটকা ইলিশসহ আটক নয় জনকে আটক করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বরিশাল সদর, হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বরিশালের দক্ষিণ জোন কোস্টগার্ডের সিজি স্টেশন সূত্রে জানা গেছে, কন্টিনজেন্ট কমান্ডার ডিএস শহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলান হয়। অভিযানে ১ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। এসময় নয়জনকে আটক করা হয়।
আটকদের রাতেই বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। জব্দ জাল ধ্বংস ও জাটকা নগরের বিভিন্ন এতিমখানা বিতরণ করা হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৫ ফেব্রুয়ারি