পাথরঘাটায় ৮৫ লাখ বাগদা-চিংড়ি রেনু অবমুক্ত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ১১:০১ এএম, ২৩ এপ্রিল ২০১৮

৮৫ লাখ বাগদা-চিংড়ি রেনু জব্দপাথরঘাটা উপজেলার চরদুয়ানী খালে ৯৭ টি পাতিল ভর্তি চিংড়ির পোনা রেনু অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২৩ এপ্রিল) সকাল ৯টার সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অবমুক্ত করেন। ৮৫ লাখ পোনার বাজার মুল্য ধরা হয়েছে প্রায় পৌনে ২ কোটি টাকা।

এর আগে রোববার রাত ৯টা থেকে সোমবার সকাল পর্যন্ত র‌্যাব-৮, কোস্টগার্ড, মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় চরদুয়ানী বাজারের ৩৬টি চিংড়ির পোনা আড়তে তল্লাশী চালিয়ে ৯৭ পাতিল জব্দ করে তারা। অভিযানকালে পোনা ব্যবসায়ী ও আহরণকারীরা যৌথ বাহিনীর টের পেয়ে পালিয়ে যায়।

কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মাহবুবুল আলম শাকিল ও র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের ডিএডি দেলোয়ার হোসেন পাথরঘাটা নিউজকে জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত যৌথ অভিযানে চরদুয়ানী বাজার থেকে ৩৬টি আড়ত ঘরে তল্লাশী করে ৯৭টি পাতিলভর্তি প্রায় ৮৫ লাখ চিংড়ির রেনু জব্দ করা হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.হুমায়ুন কবির পাথরঘাটা নিউজকে বলেন, ৮৫ লাখ চিংড়ির রেনু পোনা চরদুয়ানী খালে অবমুক্ত করা হয়েছে, ৯৭টি পাতিল ২৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৩ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)