গৃহবধূকে ধর্ষণচেষ্টায় বরগুনায় আদালতে মামলা
গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে গৃহবধূ বাদী হয়ে চার দুর্বৃত্তের বিরুদ্ধে বরগুনার ভারপ্রাপ্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেছেন।
বিচারক ইএম ইসমাইল হোসেন রোববার মামলাটি আমলে নিয়ে বরগুনা থানাকে এজাহার রুজু করার আদেশ দিয়েছেন।
মামলার আসামিরা হল বরগুনা সদর উপজেলার মোল্লারহোড়া গ্রামের শিপন, জিয়ার বিশ্বাস, নুর মোহাম্মদ বিশ্বাস ও রিয়াজ মুন্সী।
আহত গৃহবধূ জানান, তার স্বামী পেশায় একজন মৎস্যশিকারি। নদীতে মাছ ধরে জীবনযাপন করেন। প্রতিবেশী শিপন তাকে একা পেয়ে যৌনপীড়ন করে আসছে। গৃহবধূ ও তার স্বামী শিপনকে নিষেধ করা সত্ত্বেও যৌনপীড়ন থেকে বিরত হয়নি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৩ এপ্রিল
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)