ববাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর পল্লী বিদ্যুৎ এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় পথচারী এক প্রকৌশলী নিহত হয়েছেন।
শনিবার (২১ এপ্রিল) রাতে দুর্ঘটনায় নিহত প্রকৌশলী খগেন্দ্র নাথ গোলদার বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপদেষ্টা প্রতিষ্ঠানের সুপারভিশন কর্মকর্তা পদে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা জহিরুল অরুন জানান, রহমতপুর ব্রীজ থেকে একটি মোটর সাইকেলে দুইজন আরোহী বরিশাল নগরীর দিকে যাচ্ছিলেন। মোটর সাইকেলটি পল্লী বিদ্যুৎ অফিস এলাকা অতিক্রমকালে প্রকৌশলী খগেন্দ্রকে ধাক্কা দেয়। এতে খগেন্দ্রসহ মোটর সাইকেলটি পড়ে গিয়ে ৩ জনই আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খগেন্দ্রকে মৃত ঘোষণা করেন।
বরিশাল নগরীর বিমান বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২২ এপ্রিল
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)