ঋণের টাকা কেড়ে নিল নারীর প্রান
কিস্তির টাকা জোগাড় করতে ব্যর্থ হয়ে পটুয়াখালীর দুমকিতে আত্মহত্যা করেছে নাছিমা বেগম (৩৮) নামের এক গৃহবধু ।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রাজাখালী গ্রামের মর্মন্তিক এ ঘটনাটি ঘটেছে ।
নিহত নাছিমা বেগম এ গ্রামের দরিদ্র দিনমজুর রহিম খাঁন (৪৫)’র স্ত্রী।
দুপুরেই পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বাড়ির লোকজন জানায়, নাছিমা বেগম গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন এনজিও থেকে ২ লক্ষাধিক টাকা ঋন নিয়েছে। ঋনের সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতে প্রায়ই তাকে ধার-দেনা করতে হয়। এছাড়া ৩পুত্র সন্তানের মধ্যে বড় ছেলে ৬ষ্ঠ ও মেজ ছেলে ৫ম শ্রেনীতে লেখাপড়া করে। কিস্তির টাকা পরিশোধ করতে বৃহস্পতিবার সকালে টাকার জন্য অসুস্থ অবস্থায় নাছিমাকে যত্রতত্র ছুটোছুটি করতে দেখা গেছে।
জানা যায়, গৃহবধু নাছিমা তার স্বামীর চাকুরীর আশায় লেবুখালীতে প্রতিষ্ঠিত সেনানিবাসের বেকারীতে কর্মরত জনৈক ব্যক্তিকে এনজিও থেকে ঋন নিয়ে ১লক্ষ ৬০হাজার টাকা দিয়েছেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ এপ্রিল