অত্যাধুনিক ডিভাইস সহ প্রশ্নপত্র ফাস চক্রের ১২ জন আটক
পরিক্ষা চলাকালীন সময় পরিক্ষার্থীর কাছে উত্তর সরবরাহের ডিভাইসসহ দুইলক্ষ আটান্ন হাজার টাকাসহ প্রশ্ন ফাস চক্রের মূল হোতা হুমায়ুন কবির সহ ১২ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে বরগুনা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় পরিক্ষার প্রশ্ন, উত্তরপত্র ও বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করেন তারা।
শুক্রুবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার বিজয় বসাক সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার উত্তর পরিক্ষাথীদের কাছে দুর থেকে পৌছানোর জন্য এ ডিভাইসগুলো এনেছিলেন তারা। এ ডিভাইসের মাধ্যমে উত্তর পৌছানোর চুক্তিতে একাধিক ব্যাক্তির কাছ থেকে বিভিন্ন অংকের টাকাও নিয়েছে তারা। গতরাতে ব্রাঞ্চ রোড এলাকা থেকে আটক কথিত সাংবাদিক মাহবুবের দেয়া তথ্য অনুযায়ী রাত থেকেই অভিযান শুরু করেন তারা। পরে আজ সকাল ১১টার দিকে বরগুনার লঞ্চঘাট এলাকা থেকে মূল হোতা হুমায়ুন ও তার দুই সহযোগী ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্য একটি চক্রের প্রধান নাজমা বেগমসহ ১২জনকে আটক করেছে তারা। এবং এর সাথে সম্পৃক্ত চক্রকেও গ্রেফতারের জন্য তাদের অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার।
এখন পর্যন্ত অভিযানে মোট ২লক্ষ ৫৮ হাজার টাকা, ৭টি অত্যাধুনিক ডিবাইস, ৫টি ডিবাইস রিসিভার, ২৩টি মোবাইল ফোন ও ছয়টি উত্তরপত্র জব্দ করেছে পুলিশ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ এপ্রিল