পাথরঘাটার ১০ লাখ চিংড়ির রেণু জব্দ, ৪ জেলেকে জরিমানা
পাথরঘাটার বিষখালী নদীর পাথরঘাটা খালের মোহনা থেকে ১০ লাখ চিংড়ি মাছের রেণুসহ ৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন বাহিনী।
শুক্রবার (২০ এপ্রিল) ভোর রাতের দিকে চিংড়ি মাছের রেণু গুলো জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির ভ্রাম্যমান আদালতে ৪ জেলেকে ১১হাজার টাকা জরিমানা করে মাছের রেণু গুলো পাথরঘাটা খালে অবমুক্ত করে দেন।
আটকৃতরা হলো, মো. সিদ্দিক মাঝি (৩৮), নুর মোহাম্মাদ (৩৭), বেল্লাল (২৮), মো. মমিন (২০)। তাদের সকলের বাড়ি চরফ্যাসন উপজেলার চরআইতা গ্রামে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির পাথরঘাটা নিউজকে জানান, বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটা খালের মোহনা থেকে ১০লাখ চিংড়ি মাছের পোনাসহ ৪ জেলেকে আটক করে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন। পরে মাঝিকে ৫ হাজার ও অন্য ৩ জেলেকে ৬ হাজার টাকা জরিমানা করে মাছগুলো পাথরঘাটা খালে আবমুক্ত করা হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ এপ্রিল