ক্ষেত থেকে তরমুজ ছেড়াকে কেন্দ্র করে সংঘর্ষে, আহত ৫
গলাচিপায় ত্চ্ছু ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৫জন আহত হয়েছে। গুরুতর আহত ৪জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষই গলাচিপা থানায় অভিযোগ দিয়েছে।
বুধবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার দক্ষিণ কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন, খাদিজা বেগম(৩৫), গলাচিপা ডিগ্রি কলেজের ছাত্র হাসান আকন (১৯), হামিরুল মোল্লা ও সূর্যভানু ।
এলাকাবাসী জানায়, উপজেলার দক্ষিণ কালিকাপুর গ্রামের মোঃ লোকমান হাওলাদারের চাষ করা তরমুজ ক্ষেত থেকে দুটি তরমুজ ছিড়ে শাহিন হাওলাদারকে দেয়। পাশের ক্ষেতের মালিক মিরাজ মোল্লার অভিযোগ, তার নিজ ক্ষেত থেকে এ তরমুজ ছেড়া হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটির মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
১নং ওয়ার্ডের চৌকিদার ইবরাহিম আকন জানান, আহতদের মধ্যে খাদিজা বেগম বেশি আহত হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা থানা উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৯ এপ্রিল