আমতলীতে গাঁজাসহ বিক্রেতা আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

ফাইল ছবিআমতলী উপজেলার উত্তর গোজখালী গ্রামের মোঃ ফারুক হাওলাদারকে (৩৫) বুধবার রাতে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) পুলিশ আসামী ফারুককে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালতের বিচারক মোঃ হুমায়ূন কবির তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, উপজেলা উত্তর গোজখালী গ্রামের ফারুক হাওলাদার দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছে। বুধবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ী থেকে ফারুককে গ্রেফতার করে। এ সময় তার ঘরে তল্লাশী চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় এসআই আলি আজিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফারুকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ বৃহস্পতিবার আসামীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ হুমায়ূন কবির তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সহিদ উল্যাহ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতে পাঠিয়েছি।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৯ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)