যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি ইয়াবাসহ আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

সাতক্ষীরার পাটকেলঘাটায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সভাপতিকে ৪৭ পিস ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকাল তিনটার সময় পাটকেলঘাটা বাজার থেকে ডিবি পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা হল, সরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ সাহিদুজ্জামান হিরু ও একই ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান মিন্টু।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শাহরিয়ার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পাটকেলঘাটা বাজারে অভিযান চালায়। এ সময় সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান মিন্টুক ও একই ইউনিয়নের যুবলীগের সভাপতি শেখ সাহিদুজ্জামান হিরু চ্যালেঞ্জ করে ডিবি পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ইয়াবা ব্যাবসার সাথে জড়িত বলে তিনি জানান।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৯ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)