সুন্দরবনে অপহৃত ৮ জেলেকে উদ্ধার
পশ্চিম সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় কোস্টগার্ডের সাথে বনদস্যু মোস্তাক ও দাদা বাহিনীর সাথে বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় আড়াই ঘন্টা ধরে বন্দুকযুদ্ধ হয়েছে।
বন্দুকযুদ্ধের পর কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থল থেকে মুক্তিপনের দাবিতে অপহৃত ৮ জেলেসহ ১ টি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড তাজা গুলি ও ১টি ফিশিং ট্রলারসহ ৪টি নৌকা উদ্ধার করেছে ।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. আবদুল্লাহ আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, অপহৃত ৮ জেলেসহ উদ্ধারকৃত অস্ত্র ও তাজা গুলিসহ অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাতে বুড়িগোয়ালিনী নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ এপ্রিল
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)