আগামী অক্টোবরে বিপিএল মাঠে গড়াবে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর অক্টোবরের প্রথম সপ্তাহে মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।
বুধবার (১৮ এপ্রিল) বিসিবির বোর্ড মিটিং শেষে এমনটি নিশ্চিত করেন ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা।
অতীতে বিপিএলের আসরগুলো নভেম্বরে শুরু হলেও এ বছর ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের এই জমজমাট আসর এক মাস এগিয়ে অক্টোবরে আয়োজন করা হবে। বুধবার ক্রিকেট বোর্ডের বৈঠক শেষে জানানো হয় ৪ অক্টোবর বিপিএল শুরু হবে। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৬ নভেম্বর।
বিপিএলের আসন্ন আসরে বেশকিছু নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিপিএলের শুরু থেকেই একটি দলের সেরা একাদশে ৪ জন বিদেশিকে খেলানোর নিয়ম করা হয়েছিল। কিন্তু গত আসরে সেই নিয়মের তোয়াক্কা না করে ৪ জনের পরিবর্তে ৫ জন বিদেশি ক্রিকেটারকে খেলানো হয়। এতে করে দেশি ক্রিকেটারের খেলার সুযোগ কমে যায়।
তৃণমূল থেকে দেশি ক্রিকেটার উঠে নিয়ে আসার যে পরিকল্পনা থেকে বিপিএল শুরু হয়, ৫ জন বিদেশি খেলানোয় সেই পরিকল্পনায় কিছুটা ব্যাঘাত ঘটে। যে কারণে গত বছর এ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয় আয়োজকদের।
এ বছর আগের সেই নিয়মানুসারে ৫ জনের পরিবর্তে ৪ জন বিদেশিকে খেলানোর রেওয়াজেই ফিরে যাচ্ছে আয়োজকরা।
শুধু ৪ জন বিদেশি খেলানোই নয়, আগে যেখানে নিলামের আগে একটি দল ৪ জন দেশি খেলোয়াড়কে রেখে দেয়ার সুযোগ পেত। এবারও সেই ৪ জনেই থাকছে। তবে শুধু দেশি নয়, প্লেয়ার ড্রাফটের আগে ইচ্ছে করলে একটি ফ্র্যাঞ্চাইজি দেশি-বিদেশি মিলে ৪ জনকে ধরে রাখতে পারবে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ এপ্রিল