পাথরঘাটায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত
পাথরঘাটায় ঐতিহাসিক মুজিব নগর দিবস-২০১৮ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা প্রশাসনের উধ্যোগে পাথরঘাটা কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ দিবসটি উপলক্ষে আলোচনা সভা আনুষ্ঠিত হয়।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন। বিশেষ অতিথি ছিলেন, বরগুনা জেলা পরিষদের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এমএ খালেক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাথরঘাটা পৌরশভার মেয়র আনোযার হোসেন আকন, পাথরঘাটা কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মনি মন্ডল, পাথরঘাটা থানা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারন সম্পাদক মো. জাফর ইকবাল, সাংবাদিক আমিন সোহেল এবং এএসএম জসিম, পাথরঘাটা কেএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ প্রমুখ।
এসময় বক্তারা মুজিব নগর সরকার গঠনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৭ এপ্রিল