একেই বলে পাথরঘাটা-কাকচিড়ার পিচ-ডালাই রাস্তা

আকন মোঃ বসির
আকন মোঃ বসির, প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৯ এএম, ১৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ০৮:২৯ পিএম, ১৬ এপ্রিল ২০১৮

পাথরঘাটা-কাকচিড়ার পিচ-ডালাই রাস্তা করা নমুনাদক্ষিণাঞ্চলের পাথরঘাটার সঙ্গে সড়কপথে যোগাযোগের একমাত্র পাথরঘাটা-বরিশাল মহাসড়কের পাথরঘাটা থেকে কাকচিড়া ২০.৬৩ কিলোমিটার অংশের বিভিন্নস্থানে খানাখন্দের কারণে যানচলাচলে বিঘ্ন ঘটছে।

রাস্তায় ধুলা-বালিতে নাকাল হচ্ছেন চালক, যাত্রী ও পথচারীরা। রাস্তার পাশ থেকে নেয়া হয়েছে পানির লাইন।
মাটির ধুলার উপরে পিচ-ডালাই
এতে যে গর্ত খুরে পাইপনেয়া হয়েছে তার মাটি পুরোটাই রাস্তার পাশেই রাখা হয়েছে। এতে করে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পিচ-ডালাই মাটির ধুলার উপর বিছানো হচ্ছে
আর এই মাটির ধুলা-বালির উপর থেকেই পিচডালাইয়ের কাজ করে যাচ্ছেন ঠিকাদাররা। মনে হচ্ছে এগুলো দেখার কেউ নেই।
পিচ-ডালাই মাটির ধুলার উপর বিছানো প্রায় শেষ
রাস্তা যে রকম ভরাট করে পিচডালাই করার কথা সে রকম করা হয়নি সেগুলো এখনও গর্তই রয়ে গেছে। বর্ষা হলেই গর্তে পানি জমে থাকবে। সহসাই রাস্তা ব্যাবহারের অযোগ্য হয়ে পরবে।
পিচ-ডালাই মাটির ধুলার উপর বিছানো শেষে  রাস্তা
গত কয়েক সপ্তাহের প্রখর রোদে সড়কের পাথরঘাটা থেকে কাকচিড়া পর্যন্ত অংশে ধুলায় আচ্ছন্ন হয়ে পড়েছে।
মাটির ধুলার উপরে পিচ-ডালাই দেয়ার প্রস্তুতি
জীবনের ঝুঁকি নিয়ে যানচলাচলের কারণে সড়কে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৬ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)