গলাচিপায় বজ্রপাতে জেলের মৃত্যু
গলাচিপায় বজ্রপাতে কালাম হাং (৪৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ এপ্রিল) রাতে গলাচিপা ইউনিয়নের পক্ষিয়া গ্রামের লোন্দা খেয়াঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে।
সূত্র জানায়, গোলখালী ইউনিয়নের ডাকুয়ার চর গ্রামের চান্দু হাংয়ের ছেলে কালাম হাং রামনাবাদ নদীতে নিয়মিত মাছ ধরেন। প্রতিদিনের ন্যায় মাছ ধরার পর লোন্দা খেয়াঘাট এলাকায় ট্রলারটি আশ্রয় নেন। শনিবার রাত ১২টার দিকে ট্রলারটি ঘাট দেয়ার সময় গ্রাফি দিতে গেলে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। তার স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে রয়েছে।
এ ব্যাপরে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের উদ্দীপনের ম্যানেজার আবদুল হালিম জানান, নিহতের দাফনের জন্য নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়েছে। তার লোন নেয়া ২৫ হাজার টাকা মওকুফ এবং সঞ্চয় ও ডিপিএস ফেরত দেয়ার ব্যবস্থা করা হবে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৫ এপ্রিল
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)