দেরাদুনে খেলবে না বাংলাদেশ
অনলাইন ডেস্কঃ চলতি বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে বাংলাদেশের। এ নিয়ে দুই পক্ষের বেশ কয়েকবার দফারফাও হয়েছে। সর্বশেষ সম্মতিক্রমে জানা যায়, ভারতের দেরাদুনে অনুষ্ঠিত হবে সিরিজটি।
কিন্তু হঠাৎ জানা যায়, বাংলাদেশ চাচ্ছে দেরাদুনের পরিবর্তে অন্য জায়গায় অনুষ্ঠিত হোক সিরিজটি। ইতোমধ্যে বিসিসিআই এবং এসিবির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
এ বিষয়ে বিসিবির বস বলেছেন,‘আমরা বিসিসিআইকে ভেন্যু পরিবর্তনের কথা জানিয়েছি। আমাদের খেলোয়াড়দের সুবিধার কথা চিন্তা করে আমরা একটি সুবিধাজনক ভ্যানু চাচ্ছি।’
এছাড়া তিনি আরো বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পরপরই আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাবো। ওটা আমাদের পূর্ণাঙ্গ সিরিজ। খেলোয়াড়দের ট্রাভেলে সুবিধা হয় এমন একটি ভেন্যুর খোঁজে আমরা। দেরাদুন অবশ্যই দারুণ একটি ভেন্যু। কিন্তু আমরা চাচ্ছি সুবিধাজনক একটি ভেন্যু যেখানে সহজেই যাওয়া যায়। খুব ভালো হয় যদি কলকাতা কিংবা বেঙ্গালুরুতে সিরিজ আয়োজন করা যায়। আমরা বিষয়টি নিয়ে কথা বলেছি। বিসিসিআই আমাদের সাহায্য করবে এমনটাই বিশ্বাস করছি।
এ এম বি। পি এন