বরিশালে ছেলে হাতে মা লাঞ্ছিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৪ এপ্রিল ২০১৮

মা লাঞ্ছিতবরিশালের আগৈলঝাড়ায় ঘর দখলকে কেন্দ্র করে ছেলে কর্তৃক বৃদ্ধা মাকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত ছেলেকে পুলিশ গ্রেফতার করে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের মৃত মুনছুর মারামতের স্ত্রী সোনাবান বেগম (১০০) তার স্বামীর ঘরে বসবাস করে আসছে। ওই ঘর ছেলে মান্নান ও তার স্ত্রী জুলেখা বেগম দখলের জন্য বৃদ্ধা মাকে বসত ঘর থেকে বের করে দিয়ে মারধর করে আহত করে।

এ সময় মারধরে বাধা দিতে গেলে সোনাবানের মেয়ে ফরিদা বেগম (৭০), নাতিন সুরমা বেগমকেও মারধর করা হয়।

এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত ছেলে মান্নানকে গ্রেফতার করে।


পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)