হক্কানি আলেম তৈরির উদ্দেশ্যেই দ্বীনিয়া মাদরাসাঃ শাহ্ মোহাম্মদ কাওসার
পাথরঘাটা নিউজঃ হক্কানী আলেম তৈরীর উদ্দ্যেশ্যেই দ্বীনিয়া মাদরাসা প্রতিষ্ঠা করা হয়েছে। যতদিন আল্লাহ বলার মত মানুষ থাকবে ততদিন কেয়ামত হবে না। কিয়ামতের আলামত এর ব্যাপারে রাসূল (সাঃ) এরশাদ করেন, ইলম উঠে যাবে আর আল্লাহ তায়ালা এলেম কাহারো থেকে নিয়ে নিবেন না বরং হক্কানী আলেম গুলোকে দুনিয়া থেকে উঠিয়ে নিবেন। আর হক্কানী আলেম তৈরী বন্ধ হলে কিয়ামত ও তাড়াতাড়ি হয়ে যাবে। আলেম যারা তারা আর সাধারণ মানুষ সমান নয়। কেননা আল্লাহ তায়ালা কোরআন শরীফে এরশাদ করেন, যে আমার বান্দাদের মধ্যে যারা আলেম তারাই আমাকে বেশি ভয় করে।হক্কানী আলেম বানাতে পারলে দুনিয়া ও আখেরাত উভয় জাহানে কাজে লাগবে। বিশেষ করে হক্কানী আলেমেরা সুপারিশ করে জাহান্নামী মানুষকে জান্নাতে নিতে পারবে। কেননা রাসূল (সাঃ) এরশাদ করেন, কিয়ামতের দিন নবী আলেম ও শুহাদায়ে কেরামগণ সুপারিশ করতে পারবে। তাই দ্বীনিয়া মাদরাসায় হক্কানী আলেম বানানোর জন্য আপনাদের ছেলেদের ভর্তি করাবেন ও দ্বীনিয়া মাদরাসার।
বর্তমান ফেৎনা ফাসাদের এই যুগে ঈমান-আকীদা বাঁচাতে হলে নিজ নিজ সন্তানকে দ্বীনিয়া মাদরাসা শিক্ষায় শিক্ষিত করতে হবে। পাশাপাশি নিজ এলাকায় দ্বীনিয়া মাদরাসা প্রতিষ্ঠা করতে হবে। দ্বীন ইসলাম রক্ষা করতে দ্বীনিয়া মাদরাসার বিকল্প নেই।
লেখকঃ শাহ্ মোহাম্মদ কাওসার (ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় লেখক, সহঃ-পরিচালক মুহিব্বি প্লাটফর্ম, সাহেবজাদা মদনা, চাঁদপুর)।