বর্ণিল আয়োজনে পাথরঘাটায় বর্ষবরণ বাংলা ১৪২৫
পাথরঘাটা নিউজঃ বাংলা ক্যালেন্ডারের নতুন বর্ষকে বরণ করতে নানা আয়োজনে পাথরঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১ লা বৈশাখ সকাল ৭ ঘটিকায় পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরের বটতলায় ৩০ ধরনের ভর্তা, কাতলা মাছ, নারিকেল-খেজুরের গুড়, বিচি কলা দিয়ে পান্তা ভোজের আয়োজন করে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ ১৪২৫ উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী অনুষ্ঠিত হবে।
সার্বিক নিরাপত্তার ব্যাপারে আলাপকালে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোঃ খবির উদ্দিন বলেন, বর্ষবরণ উপলক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন এবং আনসার ও ভিডিপির পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছে।