সাকিব যা বললেন হায়দ্রাবাদ সম্পর্কে এবার !

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ১৩ এপ্রিল ২০১৮

সাকিব আল হাসান
অনলাইন ডেস্কঃ হায়দ্রাবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত সাত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
কিন্তু এ আসরে তাকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দলটি। এ আসরের নিলামে ২ কোটি রুপিতে সাকিব আল হাসানকে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। এরই মধ্যে হায়দ্রাবাদের

হয়ে দুইটি ম্যাচ খেলেছেন সাকিব।

কলকাতা ছেড়ে নিজের অনুভূতি জানিয়ে হায়দ্রাবাদ সম্পর্কে এবার যা বললেন সাকিব:- এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন দলে খূব ভালো উপভোগ করছি। গত এক সপ্তাহের মতো হয়েছে দলের সঙ্গে আছি। সবকিছূ মিলিয়ে এখানে ভালোই কাটছে আমার।’

এছাড়াও কলকাতায় খেলার অভিজ্ঞতা তিনি হায়দ্রাবাদে কাজে লাগাতে চান বলেই জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত সাত বছর কলকাতার হয়ে খেলাটা অনেক বড় বিষয়। সেখানে অনেক অভিজ্ঞতাও হয়েছে।

দুটো আইপিএল শিরোপা জয় বড় প্রাপ্তি আমার জন্য। সেসব অভিজ্ঞতা আমার মাথায় রয়েছে এবং আশা করছি সেগুলো সানরাইজার্সের হয়ে সেটা কাজে লাগাতে পারব।’

এছাড়াও হায়দ্রাবাদ প্রধান কোচ টম মুডি প্রসঙ্গে সাকিব বলেন, ‘বিবিএল খেলতে গিয়ে মেলবোর্নে তাঁদের সঙ্গে পরিচয় আমার। সাইমন হেলমট বাংলাদেশ দলেরও কোচ ছিলেন। তারা অনেক সহায়তা করছে আমাকে, আত্মবিশ্বাস যুগিয়েছে। এখন এই অভিজ্ঞতা দলকে দেওয়ার পালা।’

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)