জাতীয়করণ দাবিতে তালতলীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
বরগুনা জেলা শিক্ষক সমিতির উদ্দ্যোগে ৩য় ধাপ থেকে বাদ পড়া যোগ্যতা সম্পন্ন বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়নের দাবীতে তালতলীতে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা তাদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ এপ্রিল) তালতলীত অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় বে-সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহনাজ পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয়করন বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির আহবায়ক আ.স.ম জাফর ইকবাল ও বিশেষ অতিথি ছিলেন, জাতীয়করন বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক বদরুল আমিন।
তালতলী বে-সরকারি প্রাথমিক শিক্ষক নেতা মোঃ আঃ রহিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মোঃ ছাইফুল্লাহ, মোশারেফ হোসেন, মাহবুবা মালা, মোসাঃ নাজমা, আঃ জলিল, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মেম্বর ও মোঃ হুমাউন কবির প্রমুখ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৩ এপ্রিল