আমতলীতে মাইক ও ওয়ার্কসপ ব্যসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আমতলীতে বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌরসভা কার্যালয়ের হল রুমে শব্দ দূষন রোধে মাইক ও ওয়ার্কসপ ব্যবসায়ীদের নিয়ে ভিন্ন ভিন্ন দুটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আমতলী পৌরসভা এ মতবিনিময় সভার আয়োজন করে।
আমতলী পৌর মেয়র ও আমতলী উপজেলা আওয়ালীলীগের সাধারন সম্পাদক মো: মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সহিদ উল্যাহ, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মজিবুর রহমান, আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: মোতাহার উদ্দিন মৃধা, ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার,মো: সহিদুল ইসলাম মৃধা, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আমতলী প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন, গাজী মো: মোজাম্মেল, মো: ছোবাহান খান, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, হারুন অর রশিদ, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুস ছোবাহান লিটন ও মাইক ব্যবসায়ী মো: আব্দুস ছত্তার প্রমুখ।
বক্তারা যখন তখন আমতলী শহরে মাইকে প্রচার বন্ধ এবং ব্যস্ততম সড়কের পাশে স্থাপিত ওয়ার্কসপ বন্ধের দাবী জানান।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১২ এপ্রিল