বৈশাখের শাড়ীতে আল্লাহ্’র নাম লিখে ইসলামকে অবমাননা
পাথরঘাটা নিউজঃ বহুল প্রচলিত দেশী-দশ এর একটি ব্র্যান্ড বিবিয়ানা বিরুদ্ধে বৈশাখী শাড়িতে আল্লাহর নাম লিখে ইসলামকে অবমাননার অভিযোগ পাওয়া গেছে। beauty of bangladesh নামক একটি পাবলিক গ্রুপে এই বিষয়টির ভাইরাল হয় নিম্নে তা হুবহু তুলে ধরা হলো।
শাড়িতে “”আল্লাহ্”" নাম লিখে ডিজাইনকারী প্রতিষ্ঠানের নাম “বিবিয়ানা” এটি “‘দেশীদশ’” এর একটি ব্রান্ড।
বগুড়াতে তাদের শো-রুমে আমরা যাই গিয়ে অভিযোগ পাওয়ার পর ব্যাপারটা গুজব আর ধামাচাপা দেয়ার চেষ্টা করে ওরা.. পরে এক পর্যায়ে শাড়িতে “আল্লাহ্” নাম আছে স্বীকার করে
তার বলেনঃ “আমরা আল্লাহ্র নাম খেয়াল করিনি এইটা ডিজাইনার মিস্টেক করছে। সরি এইটা ভুল হইছে ডিজাইনার থেকে।”
তারা শাড়ি ফেরত নিয়ে টাকা নেয়ার অফার করে কিন্তু কেন আল্লাহ্ নাম ব্যবহার করা হলো কেন মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হলো এ ব্যাপারে কোন উত্তর দিতে পারেনি..।
এই পোস্টটি যে যেখান থেকে দেখতেছেন প্রতিবাদ করুন শেয়ার করুন তারা এভাবে পাড় পেয়ে যেতে পারেনা.. “”আল্লাহ্”"কে নিয়ে তামাশা করে সরি বলে পাড় পেতে দেয়া যায়না।
বগুড়া ছাড়াও দেশীদশ শো-রুম
* লেভেল ৭, বসুন্ধরা সিটি শপিংমল ঢাকা।
* তেজগাঁও গুলশান লিংক রোড ঢাকা।
*বীর উত্তম, মীর সাখয়াত সড়ক- ঢাকা।
* লেভেল ৫, আফমি প্লাজা চট্রগ্রাম।
* বীরবিক্রম ইয়ামিন কমপ্লেক্স কুমার পাড়া সিলেট।
আপানারা কাছের যেকোন দেশীদশ শো-রুমের বিবিয়ানা প্যাভিলিয়ন এ গিয়ে শাড়িটি দেখতে পারেন।
এখনো প্রশাসনিক বা ওদের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি আপনার শেয়ার করুন আর এর যযথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সহায়তা করুন।।।