বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১১ এপ্রিল ২০১৮

---
মোস্তাফিজুর রহমান (নিজস্ব প্রতিনিধি): প্রিন্ট মিডিয়া কর্মরত সাংবাদিকদের অধিকার আদায় ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্য দৈনিক ইত্তেফাকের বরগুনা (দক্ষিন) প্রতিনিধি আবদুল আলীম হিমুকে সভাপতি ও দৈনিক গণকন্ঠের বরগুনা প্রতিনিধি হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সমস্য বিশিষ্ট বরগুনা জেলা প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম গঠন করা হয়েছে।

১১ এপ্রিল বুধবার বিকেলে বরগুনায় জাগোনারীর পাঠশালা মিলনায়তনে এক প্রীতি সম্মিলনের মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়। আগামী দুই বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন, মো. হাসানুর রহমান ঝন্টু( বাংলাদেশ প্রতিনিধি), মোশাররফ হোসেন ( ইনকিলাব), অ্যাড. সঞ্জিব দাস ( ভোরের কাগজ), অ্যাড.এম. মজিবুল হক কিসলু( যুগান্তর), যুগ্ন সাধারণ সম্পাদক প্রতিনিধি মিজানুর রহমান (যায়যায়দিন) , ২য় যুগ্ন সাধারণ সম্পাদক প্রতিনিধি মাহবুবুর রহমান মান্নু (আমাদের সময়), অর্থ সম্পাদক এম হারুন-অর-রশিদ রিংকু (দৈনিক আজকের দর্পন), সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম টিটু (দৈনিক আজকালের খবর), ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতিক সম্পাদক মুশফিক আরিফ (বাংলা ট্রিবিউন), তথ্য ও গবেষণা সম্পাদক দৈনিক দ্বীপাঞ্চলের বার্তা-সম্পাদক, বাংলানিউজ ও নওরোজ বরগুনা জেলা প্রতিনিধি মীর জামাল।

কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক ইত্তেফাকের বরগুনা প্রতিনিধি জহিরুল হাসান বাদশা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসিম উদ্দিন, সপ্তাহিক ভাটিয়ালীর সম্পাদক এনামুল কবির খোকন, দৈনিক স্বাধীন বাণীর সম্পাদক চৌধুরি মুনির হোসেন, দৈনিক মানবকণ্ঠের বরগুনা প্রতিনিধি সুমন সিকদার, আমাদের অর্থনীতির নিজস্ব প্রতিবেদক বীরেন্দ্র কিশোর, প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল, সমকালের পাথরঘাটা প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ, ভোরের কাগজের পাথরঘাটা প্রতিনিধি অমল তালুকদার, দৈনিক ইত্তেফাকের বামনা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক আজকালের খবরের বামনা প্রতিনিধি নাসির মোল্লা, দৈনিক জনকন্ঠের আমতলী প্রতিনিধি হোসাইন আলী কাজী, নিউ নেশনের বেতাগী প্রতিনিধি সাইদুল ইসলাম মন্টু, বাংলাদেশ টুডে‘র বেতাগী প্রতিনিধি মহসিন খান ও দৈনিক ইত্তেফাকের তালতলী প্রতিনিধি আরিফ হোসেন ফসল।

কমিটি গঠনের আগে বরগুনার ছয়টি উপজেলার প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়। প্রীতি সম্মিলনে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় বিভিন্ন করনীয় নিয়ে আলোচনাসহ নবম ওয়েজবোর্ডে বিভিন্ন মিডিয়া কর্মরত জেলা ও উপজেলা প্রতিনিধিদের স্বার্থসুরক্ষায় পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়।

এন এ এস/পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)