ইসলামী আন্দোলনের জনসভাপাথরঘাটায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীর নাম ঘোষনা
শুধু নেতা নয় নীতির পরিবর্তন দাবি নিয়ে ইসলামী আন্দোলন পাথরঘাটা উপজেলা শাখা খাসকাচারী মাঠে জন সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় আমীর ও চরমোাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রধান অতিথি হিসেবে বরগুনা-২ আসনের তাঁেদর প্রার্থীর নাম ঘোষনা করেন।
মঙ্গলবার (১০ এপ্রিল) সন্ধার দিকে খাসকাচারী মাঠে অনুষ্ঠিত জনসভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন থেকে সাবেক সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি গোলাম সরোয়ার হিরুকে মনোনয়ন দেয়ার ঘোষনা দেন। তিনি ইতিপূর্বে সপ্তম সংসদে ইসলামী ঐক্য জোটের মনোনিত সংসদ সদস্য ছিলেন। বরগুনা-২ আসনটি পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলা নিয়ে গঠিত। তিনি একই আসন থেকে ১৯৯৬ সালের ফেব্রুয়ারীর নির্বাচনে বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল।
এ সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন পাথরঘাটা শাখার সভাপতি সাবকে সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু। তিনি তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হলে পুলিশের অন্যায় অত্যাচার থাকবেনা। কমে যাবে ঘুষ, দূনীতি, মাদকতা ও নারী নির্যাতন। বক্তারা সভায় অরো বলেন, বিভিন্ন মানুষের পৃথক ধর্ম আছে। মুসলমানদের ও ্ইসলাম ধর্ম আছে। আজকাল যারা র্ধম নিরপেক্ষতার কথা বলে তারা র্মূখ্য। কোন ধর্মের মানুষ যাতে ক্ষতি গ্রস্ত না হয় তার বিধান ইসলামে নিহিত আছে। নেতা পরিবর্তন নয় নীতির পরিবর্তন হল আমাদের লক্ষ্য। ইসলাম ও কোরানই আমাদের আদর্শ।
এসময় আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের বাজনৈতিক উপদেষ্টা ও শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশ্রাফ আলী আকন, বরিশাল মহানগর সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় শুরা সদস্য আলহাজ্ব মাওলানা মো. জাকারিয়া হামীদী, ইসলামী কৃষক মজুর আন্দোলনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মো. শহিদুল কবির, ইসলামী আন্দোলন বরগুনা জেলা সাধারন সম্পাদক মাওলানা মো. মাহাদুল হোসাইন অলিউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বরগুনা জেলা সভাপতি মাওলানা মো. ইদ্রিসুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন পাথরঘাটা ইপজেলা সভাপতি মুহাম্মাদ মুসাদ্দিক বিল্লাহ আল মায়াজ প্রমুখ।
এর আগে ‘ হাত পাখা’ হাতে চরমোনাই পীরের হাজার হাজার সমর্থক মোটর সাইকেল শোভাযাত্রা করেন উপজেলার প্রধান শহর সহ বিভিন্ন ইউনিয়নে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১১ এপ্রিল