ত্রিধা মুম্বাইয়ের ফ্ল্যাটে কার সঙ্গে থাকেন ?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১০ এপ্রিল ২০১৮

ত্রিধা
অনলাইন ডেস্কঃ বাঙালি অভিনেত্রী ত্রিধা একটু বেশিই সাহসী। টালিউড ছাড়াও বলিউডেও জমিয়ে কাজ করছেন। কিন্তু মুম্বাইয়ের ফ্ল্যাটে তিনি কার সঙ্গে থাকছেন এখন। এবেলা.ইন-এর ভিডিওতে উঠে এল সত্য।

শুধু অভিনয়ই নয়, বিশ্বভ্রমণের নেশাও তাকে পেয়ে বসেছে। যখন যা ইচ্ছে তাই করতে ভালবাসেন এই ‘সাহসী’ মেয়েটি। কোনও নিয়মের বাঁধনে রাখা যায় না বাঁধা।
এক কন্যে রাঁধেন-বাড়েন, আর এক কন্যে সিনেমা করেন!
এই কম্বিনেশনেই মুম্বাইয়ের বাড়িতে থাকেন অভিনেত্রী ত্রিধা।
মানে, বলিউড টিভির হট অ্যান্ড হ্যাপেনিং তারকা ত্রিধা থাকেন তার সবচেয়ে প্রিয় বন্ধুর সঙ্গে। তার মা।

‘‘মায়ের হাতের রান্না না খেলে আমার অ্যাক্টিং করতেই ইচ্ছে করে না,’’ বললেন ত্রিধা। ‘‘আমার সবচেয়ে প্রিয় বন্ধু, কুক অ্যান্ড নিউট্রিশনিস্ট মা না থাকলে তো আমি চোখে অন্ধকার দেখতাম!’’
দেওয়ালে লেখা ‘আই লাভ প্যারিস’, জানালার লম্বা পর্দা জুড়ে শুধুই প্যারিসের মোটিফ। হঠাৎ এই প্যারিসের পোকাটা ঢুকল কোথা থেকে?
‘‘আরে আপনি এখানেই আটকে গেলেন কেন, ’’ হাসতে হাসতে বললেন ত্রিধা, ‘‘পরদা সরিয়ে বাইরেটা দেখুন তো, এটা কোন শহর!’’
আরও চমক অপেক্ষা করছিল। ত্রিধার কিচেনে যখন দেখা গেল অতীতের এক অপূর্ব অভিনেত্রীকে।
এ এম বি । পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)