ব্রেট লি ” সাকিবের বোলিং এর দারুণ প্রশংসা করলেন
অনলাইন ডেস্কঃ ইন্ডিয়া প্রিমিয়ার লিগ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে রাজস্থানকে নয় উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল সানরাইজ হায়দ্রাবাদ। ১২৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দ্রাবাদ। এদিন চমৎকার ব্যাটিং করেছেন ওপেনার শিখর ধাওয়ান এবং অধিনায়ক কেন উইলিয়ামসন। ধাওয়ান করে ৫৭ বলে ৭৭ রান এবং উইলিয়ামসন করেন ৩৫ বলে ৩৬ রান।
ইন্ডিয়া প্রিমিয়ার লিগ (আইপিএল) এ নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের
বিপক্ষে টসে জিতে বোলিংয়ের নেমে সাকিব, রশিদের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেট ১২৫ রান করেছে রাজস্থান।
এদিন বোলিং কারিষ্মা দেখিয়েছে সাকিব। প্রথম ওভারে ৬ রানের পর দ্বিতীয় ওভারে দেন ৬ রান। অার তৃতীয় ওভারে দেন ৮ রান। তবে বোলিং ভেলকি দেখিয়েছে শেষ ওভারে। ১৪ তম ওভারে নিজের শেষ ওভারে ২ উইকেট তুলে নেয় সাকিব।
শেষ ওভারে ৩ রানের বানিময়ে ২ উইকেটে নেন সাকিব। রাহুল ত্রিপাটিকে ১৭ এবং স্যামসংকে ৪৯ রানে অাউট করেন তিনি। প্রথম ম্যাচেই সাকিবের বোলিং কারিষ্মা। ৪ ওভারে ২৩ রানে ২ উইকেট নিলেন সাকিব
শুরুটা করেছিলেন ইনিংসের ১৪তম ওভারে রাহুল ত্রিপাথিকে দিয়ে। ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ১৭ রানে তাকে তুলে দেন মানিষ পাণ্ডের হাতে। এর ঠিক তিন বল পরেই আবার আঘাত হানেন টাইগারদের বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আর তাতেই ব্যক্তিগত ৪৯ রানে রশিদ খানের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য হন ভয়ংকর হয়ে উঠা সানজু স্যামসন। এদিকে সাকিবের বোলিং দারুন প্রশংসা করেছেন ব্রেট লি। স্টার স্পোর্টসে অনুষ্ঠানে তিনি সাকিবকে নিয়ে বলেন, “সাকিব খুবই ভালো বোলিং করেছে। ৪ ওভার বল করে মূল্যবান দুইটি উইকেট নিয়ে। ইকোনমিক রেট ও ভালো। ঐ সময়ে সাবিবের ২ উইকেট দলকে খুবই কজে দিয়েছে।
হায়দ্রাবাদের একাদশ: শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মানিশ পান্ডে, সাকিব আল হাসান, দীপক হুদা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক(, উইসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল, স্তনলকে।
রাজস্থান একাদশ : অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রাহুল ত্রিপাথি, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হেনরিখ ক্লাসেন, বেন স্টোকস, জস বাটলার, স্টুয়ার্ট বিনি, কৃষ্ণপ্পা গৌতম, জোফরা আর্চার, ধাওয়াল কুলকার্নি, জয়দেব উনাদকাত।
এ এম বি / পাথরঘাটা নিউজ