উজিরপুরে এক পরিবারের ইসলাম গ্রহণ
উজিরপুর পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বী এক পরিবারের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা হলেন- পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের মিত্যানন্দ গুহের ছেলে উজ্জ্বল গুহ (৩৫), বর্তমান নাম মো: আবদুর রহমান; তার স্ত্রী শিল্পী রানী দাস (২৮), বর্তমান নাম মোসা: ফাতেমা বেগম; ছেলে সান গুহ (৭), বর্তমান নাম মো: হাসান; প্রান্ত গুহ (১), বর্তমান নাম মো: হোসাইন।
সূত্র জানায়, বেশ কয়েক বছর ধরে উজ্জ্বল গুহ ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে শুরু করেন। একপর্যায়ে তিনি ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি বরিশাল ভাটিখানা আব্দুর রাজ্জাকিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মইনুল ইসলামের মাধ্যমে কালিমা পাঠ করেন। একই বছরের ৩০ আগস্ট বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সনাতন (হিন্দু) ধর্ম ও নাম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে।
এর কিছুদিন পরে ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে নওমুসলিম আবদুর রহমানের স্ত্রী ও তার দুই সন্তান সনাতন (হিন্দু) ধর্ম ও নাম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে। তবে বিষয়টি এতদিন বিভিন্ন কারণে গোপন রাখা হয়েছিল বলে জানিয়েছেন নওমুসলিম মো: আবদুর রহমান।
তিনি আরো বলেন- ইসলাম গ্রহন করে আমি অনেক সুখ-শান্তিতে আছি। পাশাপাশি নতুন ধর্ম ও নাম ধারণ করে আমার মনে হয় পুর্নজন্ম লাভ করেছি। সঠিকভাবে যাতে ইসলাম ধর্মের সকল নিয়ম-কানুন মেনে চলতে পারি, তার জন্য সবার কাছে দোয়া চাই।