পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা, জবির ছাত্রসহ আটক ৭
নীলফামারীকেত পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা (প্রক্সি) দিতে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রসহ সাত যুবক আটক হয়েছে। শনিবার বিকালে পুলিশ লাইন্স পরীক্ষা কেন্দ্র থেকে তাদেরকে আটক করে পুলিশ।
আটক যুবকেরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার সুরিগাতি গ্রামের শেখ অলিয়ার রহমানের ছেলে শেখ ফজলুল হক রোমান (২২), একই জেলার লোগড়া উপজেলার ইতনা গ্রামের সিকদার আবুল কালাম আজাদের ছেলে এসএম শামীম রেজা (২৩), সাতক্ষীরা জেলা সদরের ভবানীপুর গ্রামের জিয়াদ আলী সর্দারের ছেলে ইউনূছ আলী (২০), রাজবাড়ী জেলা সদরের বামনিপুর গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে ইয়াছিন মোল্ল্যা (২০)। ওই চার যুবক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
অপর তিনজন হলেন, নীলফামারী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম খুটামারা গ্রামের মকবুল হোসেনের ছেলে একরামুল হক (২৩), একই উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামের হাবিবুর রহমানের ছেলে একই কলেজের অনার্স শিক্ষার্থী রিপন হোসেন (২২), রংপুর সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের জলিল মিয়ার ছেলে জোবায়ের রহমান (২৩)।
পুলিশ জানায়, শনিবার বিকালে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। ওই পরীক্ষায় ৮৮৯ জন অংশগ্রহন করে। এসময় অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেয়ায় ওই সাতজনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, দুইজন নীলফামারী সরকারি কলেজের এবং একজন রংপুর সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বলেন, ‘আটক সাতজনকে পরীক্ষা কেন্দ্র থেতে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।