নববর্ষ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে হাজির হচ্ছেন:মৌ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ৮ এপ্রিল ২০১৮

সাদিয়া ইসলাম মৌ
অনলাইন ডেস্কঃ জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। এই সময়ে টিভি পর্দায় তার উপস্থিতি অনেক কম। তবুও দর্শকের কাছে তার দারুণ চাহিদা। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বৈশাখী আয়োজনে একটি নৃত্যনাট্য নিয়ে হাজির হচ্ছেন এ তারকা। নাম ‘নকশী কাঁথার মাঠ’। রাহিজা খানম ঝুনুর পরিচালনায় প্রথম গীতিনাট্য
এটি।

এ গল্পের কেন্দ্রীয় চরিত্র সাজু-তে দেখা যাবে সাদিয়া ইসলাম মৌকে। এ নৃত্যনাট্যের তিনশ’রও অধিক মঞ্চায়নে অভিনয় করেছেন তিনি। শুধু দেশেই নয়, দেশের বাইরে ভারতের বিভিন্ন প্রদেশে, জাপান, কোরিয়ায়ও এ নৃত্যনাট্যের মঞ্চায়ন হয়েছে। বিটিভিতে বিভিন্ন সময় এর খ-াংশ প্রচার হয়েছে।

তবে এবারই প্রথম পুরো নৃত্যনাট্যটি নিয়ে টিভি দর্শকের সামনে উপস্থিত হবেন তিনি। এরইমধ্যে বিটিভির নিজস্ব স্টুডিওতে নৃত্যনাট্যটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে পারফর্ম প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, দিন যতই যাচ্ছে ততই আমি সাজুকে আরো বেশি বুঝতে পারি, আমার মধ্যে তাকে আমি আরো বেশি ধারণ করতে পারি। চরিত্রের অনেক গভীরে প্রবেশ করতে পারি।

যখন আমি ছোট ছিলাম, তখন বারবার আমার মনে হতো শেষ দৃশ্যে যেন সত্যিই আমার কান্না আসে। এ কান্নার জন্যই আমি প্রার্থনা করতাম। আর এখন সুইটা হাতে নিলেই দু’চোখ দিয়ে অনবরত আমার পানি চলে আসে। ‘নকশী কাঁথার মাঠ’-এর কাহিনি পল্লী কবি জসীমউদ্দীনের। এতে মৌর সঙ্গে প্রধান সখী রূপে থাকবেন ফারহানা খান তান্না। নৃত্যনাট্যটি পহেলা বৈশাখে বিটিভিতে প্রচার হবে।
এ এম বি / পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)