বামনায় ভবনের পলেস্তরা খসে কর্মচারী আহত
বামনা উপজেলার একটি পোস্ট অফিসের ঝুঁকিপূর্ণ ভবনের পলেস্তরা খসে পড়ে আ. রব আকন নামে একজন কর্মচারী গুরুতর আহত হয়েছেন।
আহত ওই কর্মচারীকে প্রথমে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রবিবার (৮ এপ্রিল) সকালে বামনা উপজেলার সাবপোস্ট অফিসে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বামনা উপজেলার সাব পোষ্ট অফিসটির কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। যেকোনো মুহুর্তে ছাদ ধসে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা।
বামনা পোস্ট অফিস সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের শেষের দিকে বামনা পোষ্ট অফিসের এ ভবনটি নির্মাণ করা হয়। অথচ ঠিকাদারের গাফিলতি ও নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে মাত্র ১৫ বছরের ব্যবধানেই তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ভবনটির দেয়ালজুড়ে রয়েছে বড় বড় ফাঁটল। ছাদের কোনো কোনো স্থানে পলেস্তরা খসে রড ও খোয়া বেড় হয়ে পড়ছে অনবরত। অন্যদিকে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে পোষ্ট মাষ্টারের জন্য বরাদ্দকৃত বাসভবনটিও। এছাড়া উপজেলার সাব পোষ্ট অফিসটির সীমানা প্রাচীর ভেঙ্গে সেটি বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে।
এ বিষয়ে বামনা উপজেলা সাব পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার আবদুস ছত্তার জানান, অফিসের পুরাতন ও নতুন দুটি ভবনই বর্তমানে ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে একাধিকবার আবেদন করলেও কোনো কাজ হচ্ছে না।
এ প্রসঙ্গে বরগুনা জেলা পোষ্ট মাষ্টার কামরুল ইসলাম জানান, ভবনটি ধসে মেইল পিয়ন আ. রব আকনের আহত হওয়ার বিষয়টি তিনি অবগত আছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ভবন দুটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল মো. কবীর আহম্মেদ বলেন, ‘এ ঘটনাটি দুঃখজনক। শীঘ্রই তিনি এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ এপ্রিল