পাথরঘাটায় সন্ত্রাসীদের অত্যাচারে দিশেহারা এক মুদি ব্যবসায়ী

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২৪ ফেব্রুয়ারী ২০১৮ | আপডেট: ০৪:৫৩ এএম, ২৫ ফেব্রুয়ারী ২০১৮

পাথরঘাটা প্রতিনিধি
---পাথরঘাটায় সন্ত্রাসীদের অত্যাচারে চরম ভাবে দিশেহারাসহ নিরাপত্তা হীনতায় ভুগছেন ইউসুফ নামে এক মুদি ব্যবসায়ী। এঘটনায় ১৭ ফেব্রুয়ারি পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন উল্লেখিত ইউসুফ যার নং ৭৫৫।

ইউসুফ জানান দীর্ঘ দিন যাবৎ একটি সন্ত্রাসী চক্র তার কাছে চাদা দাবী করে  আসছিল, হয়তো সন্ত্রাসীদের দাবী কৃত চাদা না দেওয়ার কারনে তার উপর ক্ষিপ্ত  হয়ে এধরণের আচারণ করে আসছে সন্ত্রাসীরা।

সাধারণ ডায়েরি ও ভুক্তভুগী ইউসুফের অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৮নং ওয়ার্ড তাফালবাড়ীয়া গ্রামের বাসীন্দা মো.এন্তাজ উদ্দিনের ছেলে দীর্ঘ বছর যাবৎ পার্শ্ববতী খলিফার হাটে মুদি ও মনোহরি দোকানের মাধ্যমে ব্যবসা করে আসছেন। বছর খানিক পূর্ব থেকে রাতের আঁধারে একটি সন্ত্রাসী চক্র তার দোকানের সকল তালায় একাধিকবার সুপার ব্লু ও সীসা দিয়ে আটকিয়ে দেয়। পরে তিনি বাজার কমিটির লোকজনসহ এলাকার বিভিন্ন ব্যক্তিকে জানিয়ে একাধিকবার তালাগুলো কেটে পূনরায় নুতন তালা ব্যবহারের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন।

গত ১৫ ফেব্রুয়ারি একই ভাবে তার দোকানের সকল তালায় সুপার ব্লু ও সীসা দিয়ে আটকিয়ে দিলে পূর্বেরমত তিনি বাজার কমিটির লোকজনসহ এলাকার বিভিন্ন ব্যক্তিকে জানিয়ে তালাগুলো কেটে দোকানে প্রবেশ করে পূনরায় নুতন তালা ব্যবহার করেন। ১৭ ফেব্রƒয়ারি সকালে ইউসুফ দোকান খুলতে এসে দেখতে পান তার দোকানের সকল তালা ও দরজাসহ সকল স্থানে মল দিয়ে রেখেছে দূবৃত্তরা।

এভাবে একের-পর এক তার ব্যবসা প্রতিষ্ঠারে ওপর সন্ত্রাসীদের এধরণের নগ্ন কর্ম-কান্ডে চরম ভাবে সংঙ্কিত তিনি।

এব্যাপারে ইউসুফ জানান দীর্ঘ দিন যাবৎ একটি সন্ত্রাসী চক্র তার কাছে চাদা দাবী করে আসছিল, হয়তো সন্ত্রাসীদের দাবী কৃত চাদা না দেওয়ার কারনে তার উপর ক্ষিপ্ত হয়ে এধরণের আচারণ করে আসছে সন্ত্রাসীরা।

তিনি আরো বলেন যে সন্ত্রাসীদের তিনি চিনতে পারলেও প্রাণের ভয়ে মুখ খুলতে পারছেন না। ইউসুফ বলেন বর্তমানে তার ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়াসহ তিনি চরম ভাবে নিরাপত্তাহীনতাবোধ করছেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)