পটুয়াখালীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার।

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ৭ এপ্রিল ২০১৮

প্রতীকী ছবি
অনলাইন ডেস্কঃ পটুয়াখালীতে যৌনপল্লী থেকে মুন্নি আক্তার (২৩) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুন্নি লালমনিরহাটের বড় গ্রামের আবদুল হকের মেয়ে। পৌর শহরের যৌনপল্লী থেকে শুক্রবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, মুন্নি শুক্রবার সন্ধ্যায় ঘর থেকে বের না হলে ঘর মালিক মুন্নির খোঁজে তার ঘরের ভেতরে যায়। ঘর তালা বদ্ধ থাকায় জানালা দিয়ে তাকালে মুন্নির বিছানায় রক্তাক্ত দেহ পরে থাকতে দেখে থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুন্নির গলাকাট মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 ওসি আরও বলেন, দীর্ঘ আট বছর যাবৎ মুন্নি যৌনপল্লীতে ছিলো। তার মা ও বোনের কাছে মুন্নির মরদেহ হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এ এম বি।  পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)