ডিপিএলে চ্যম্পিয়ন আবাহনীর মাশরাফি ও নাসির
অনলাইন ডেস্কঃ বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেএসপির তিন নাম্বার গ্রাউন্ডে সকালে মাঠে নামে ডিপিএলে পয়ন্ট টেবিলে শীর্ষে থাকা আবাহনী ও রুপগঞ্জ। আজ জিতলেই প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত আবাহনীর। ঠিক এমন হিসাব মাথায় নিয়েই প্রথমে ব্যাটিংয়ে নামে বিজয়-শান্ত। নেমেই উড়ন্ত সূচনা।
ঢাকা প্রিমিয়ার লিগেরর ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে ওপেনার নাজমুল হাসান শান্ত ও অধিনায়ক নাসির হোসেনের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৩৭৪ রান সংগ্রহ করে আবাহনী। জবাবে খেলতে নেমে অধিনায়ক নাইম ইসলাম, উইকেটরক্ষক মুশফিকুর রহিম এবং ওপেনার মোহাম্মদ নাইম কিছুটা হলেও দলের জন্য জ্বলেছেন। তবে জাতীয় দলের উইকেটরক্ষ মুশির বিদায়ে চুপসে যায় রুপগঞ্জ। সবশের্ষ ২৮০ রানে থেমে যায় তাদের ইনিংস। যার সুবাধে রুপগঞ্জকে ৯৪ রানে হারিয়ে নিজেদের ১৯তম শিরোপা জিতে নেয় নাসির বাহিনী।
আবাহনী লিমিটেড: নাজমুল হাসান শান্ত, আনামুল হক বিজয়, মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), নাসির হোসেন (অধিনায়ক), হানুমা বিহারি, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, সানজামুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, সাকলাইন সজীব, সন্দ্বীপ রায়।