পাথরঘাটায় কেন্দ্রীয় যুবলীগ নেতার বিলবোর্ড ভাঙ্গায় থানায় জিডি
পাথরঘাটায় বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে কেন্দ্রীয় যুবলীগ অর্থবিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদারের স্থাপন করা বিলবোর্ড, ব্যানার ও ফেষ্টুন ভাঙ্গার অভিযোগে পাথরঘাটা থানায় একটি জিডি করা হয়।
বুধবার (৪ এপ্রিল) উপজেলার বাইনচটকী ফেরীঘাট ও এর আশেপাশের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।
বামনা উপজেলার অযোধ্যা গ্রামের জাফরুল হাসান জুয়েল বাদী হয়ে পাথরঘাটা ৬ নং ওয়ার্ডের বাসিন্দ মো. আজিজের ছেলে দেওয়ান রাজ্জাক(২৫), সেকান্দার আলীর ছেলে সোহরাফ(২৬) ও বাইন চটকী গ্রামের মো. জামাল হোসেনসহ আরো ১০ থেকে ১২ জনকে আসামী করে এই জিডি করা হয়।
জিডি সূত্রে জানাগেছে, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়মীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূল কর্মকান্ড সাধারন মানুষের মাঝে ছরিয়ে দেওয়ার জন্য বরগুনা-২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার বিভিন্ন স্থাণে বিলবোর্ড ও ফেষ্টুন স্থাপন করেন। গত মঙ্গলবার বিকেলে পাথরঘাটা উপজেলার বাইনচটকী ফেরীঘাট ও এর আশেপাশের বিভিন্ন স্থানে বিলবোর্ড কতিপয় দুর্বৃত্তরা ভেঙ্গে ও ছিড়ে ফেলে।
এবিষয়ে বাদী জাফরুল হাসান জুয়েল জানান, সরকারের উন্নয়নের বিলর্বোড যারা ছিরেছে তারা রাষ্ট্রবিরোধী কাছ করেছে। এই ঘটনাটি খুব ন্যাক্কার জনক। তবে তিনি ধারনা করছেন বর্তমান সাংসদের সন্দেহভাজন কর্মীরাই এই ঘটনাটি ঘটাতে পারে।
এ ব্যাপারে যুবলীগ নেতা সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, আমার রাজনৈতিক জনপ্রিয়তায় কোন মহল প্রতিহিংসাপরায়ন হয়ে এই ঘটনাটি ঘটিয়েছেন। যেখানে বঙ্গবন্ধু ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ছবি ও সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা ওই বিলর্বোড যারা ভেঙ্গেছে ও ছিড়েছে তারা এই আওয়ামীলীগের লোক হতে পারে না।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ এপ্রিল