গলাচিপায় গৃহবধূকে গণধর্ষণ মামলায় ইউপি মেম্বার গ্রেফতার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:৩৩ এএম, ৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:৪৪ এএম, ৫ এপ্রিল ২০১৮

মেম্বার গ্রেফতারগলাচিপা থানায় দুটি ধর্ষণের মামলা মঙ্গলবার রেকর্ড করা হয়েছে। গৃহবধূ গণধর্ষণ মামলায় পুলিশ পানপট্টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে। মামলা দুটির অপর আসামিদেরও গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

ধর্ষিতাদের ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ২৮ বছরের ওই গৃহবধূকে তার স্বামী দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। গৃহবধূ এর প্রতিকার চেয়ে ইউনিয়ন পরিষদের মেম্বার রফিকুল ইসলামের কাছে নালিশ করে। মেম্বার প্রতিকারের আশ্বাস দিয়ে ওই গৃহবধূর বাড়ি যাতায়াত শুরু করে এবং বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দেন।

গৃহবধূ কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে। ঘটনার দিন ১৩ মার্চ রাতে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে ইউপি মেম্বার রফিক ও আক্কাছ জোর করে পার্শ্ববর্তী জঙ্গলে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করে। গৃহবধূর ডাকচিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)