এইচএসসি পরীক্ষা থাকা সত্ত্বেও পাথরঘাটায় উচ্চস্বরে অনুষ্ঠান
আগামীকাল এইচএসসি পরীক্ষার্থীদের ইংরেজি পরীক্ষা থাকা সত্ত্বেও পাথরঘাটা পৌরশহরের সকল রাস্তা বন্ধ করে হিন্দু ধর্মালম্বীদের উচ্চশব্দে রাতে চলছে ঢাক ঢোল পিটিয়ে গান বাজনা।
এতে একদিকে যেমন পাথরঘাটা ব্যবসায়ীবৃন্দ সমস্যা অপর দিকে চরম ব্যাঘাত ঘটছে এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ায়।
নাম প্রকাশ না করার শর্তে পাথরঘাটায় একাধিক অভিভাবকরা বলেন, ইংরেজী একটি গুরুত্বপূর্ন পরীক্ষা। আর এসময় এমন ভাবে উচ্চ স্বরে অনুষ্ঠান চলায় আমাদের সন্তানদের পরীক্ষার ব্যাঘাত ঘটছে। পৌরশহরে অবস্থানরত পরীক্ষার্থীরা রাস্তায় বের হয়ে যায়। তাতে পৌরশহরে বসবাসরত পরীক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে।
ডাক্তার প্রফুল্ল চন্দ্র মিত্র জানান, আগামীকালকের এইচএসসি পরীক্ষা আছে তা আমাদের জানাছিল না। আমারা জানলে দিন পরিবর্ত্ন করতাম।
পাথরঘাটা থানা ওসি বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই অনুষ্ঠান করছে। পুলিশি প্রহরা রয়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, সাধারন মানুষের সমস্যা হবে এরকম কিছু করা যাবে না। আমি খবর নিয়ে দেখতেছি।
এ এম বি। পাথরঘাটা নিউজ