মঠবাড়িয়ায় ৫ ঘন্টার ব্যবধানে দুই লাশ উদ্ধার
মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৪ এপ্রিল) সকালে উপজেলার ফুলঝুড়ি ও ভাইজোড়া গ্রাম থেকে এ লাশদুটি উদ্ধার করে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার ফুলঝুড়ি গ্রামের শাজাহান খানের মেয়ে শিফা আক্তার (১৩) নামের এক কিশোরী প্রতিবেশী প্রেমিক প্রেম প্রত্যাখ্যান করায় ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে দুপুরে থানা পুলিশ গলায় ফাঁস লাগানো শিফার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। এসময় প্রতিবেশী খলিলের পুত্র প্রেমিক আবু হানিফের উদ্দেশ্যে লেখা চিরকুট পুলিশ উদ্ধার করেছে।
অপরদিকে, উপজেলার ভাইজোড়া গ্রামের দিনমজুর মোক্তার আলীর পুত্র ইসমাইল হোসেন (২২) পাওনাদারের টাকা পরিশোধ করতে না পারা ও ঋণের বোঝা সইতে না পেরে চালের পোকা নিধনের ট্যাবলেট সেবন করে গুরুতর অসুস্থ হয়।
স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তার অবস্থার অবনতি ঘটলে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে বিকেলে ভান্ডারিয়ার নিকটবর্তী স্থানে ইসমাইল মারা যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, লাশ উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে পৃথক দুটি আত্মহত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশের ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।