ঝালকাঠিতে ৪০০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:০১ পিএম, ৪ এপ্রিল ২০১৮

আটক মেহেদীঝালকাঠি শহর থেকে মেহেদী হাসান সুমন (২২) নামে এক যুবককে ৩৮৫ পিস ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (৪ এপ্রিল) দুপুর ১২ টার দিকে শাহরের গাভারাম চন্দ্রপুর ইউয়নের কাচবালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আটক ও মাদক উদ্ধারের বিষয়টি ঝালকাঠি জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানান করেছেন।

আটক মেহেদী ভাউকাঠি গ্রামের ফজলুল হকের ছেলে।

পুলিশ সুপার জানিয়েছেন, আটক মেহেদী হাসান ওই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা শিমুল ডাকুয়ার সহযোগি। গোয়েন্দা পুলিশ তাকে আটক করলেও শিমুল ডাকুয়া পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। ডিবি পুলিশের পরিদর্শক শফিউল্যাহ খান ও এসআই জাকির, এসআই শিমুল এই অভিযান পরিচালনা করেন।

ওসি শফিউল্যাহ জানান- পলাতক শিমুল ডাকুয়ার বিরুদ্ধে একাধিক মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে। মুলত সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল তার বাসায় হানা দেওয়া হয়। কিন্তু এর আগেই খবর পেয়ে তিনি ষটকে পড়েন। ওই সময় তার সহযোগি মেহেদী হাসান সুমনকে আটক করা হয়।

তিনি পেশায় ভাড়াটে ম্যাজিক চালক। অভিযোগ রয়েছে ম্যাজিক গাড়ি চালানোর পাশাপাশি মেহেদী শিমুল ডাকুয়ার মাদক সরবরাহ করতেন। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে পলাতক আসামী শিমুল ডাকুয়াকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ এপ্রিল

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)