ছাগল বাঁচাতে বাঘের সঙ্গে তরুনীর লড়াই
বেজি যদি মুরগির বাচ্চা ধরে নিয়ে যায়, সে ক্ষেত্রে বেজিকে তাড়া করা যায়। শেয়াল যদি ছাগল ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনো বাধা দেওয়া যায়।
কিন্তু বাঘের সঙ্গে লড়াই করা তো দূরের কথা; বাঘের হাত থেকে বাঁচার জন্যই লড়ে প্রাণে বেঁচে ফেরেন ক’জন? কিন্তু অবিশ্বাস্য হলেও ঘটনা সত্য।
বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছেন ভারতের এক তরুণী। তিনি ছাগল বাঁচাতে বাঘের সঙ্গে লড়েছেন। একটি মাত্র লাঠি নিয়ে বাঘের সঙ্গে লড়াই করেছেন এই তরুণী। রক্তাক্ত হলেও তার সাহসের কাছে হার মেনে পিছু হটেছে বাঘ।
রুপালি মেশরাম জানান, ছাগলের চিৎকার শোনার পর দৌড়ে মহারাষ্ট্রের বাড়ি থেকে বেরিয়ে যাই। একটি লাঠি তুলে নিয়ে বাঘটিকে আঘাত করতে থাকি।
এ সময় ছাগল ছেড়ে ওই তরুণীকে আক্রমণ করে বাঘটি। এ ঘটনায় তরুণীর মাও আহত হয়েছেন। পরে বাড়ির ভেতরে মেয়েকে টেনে নিয়ে যান তিনি। আহত ওই তরুণী ও তার মাকে চিকিৎসার পর হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। তবে সেই ছাগলটি আর বাঁচানো যায়নি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ এপ্রিল