বরিশাল আকষ্মিক বজ্রপাতে খেজুর গাছে আগুন (ভিডিও সহ)
বরিশাল শহরে আকষ্মিক বজ্রপাতে একটি বিশালাকারের খেজুর গাছ পুড়ে গেছে।
বুধবার (৪ এপ্রিল) বিকেল ৫ টার দিকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রাক্কালে শহরে উত্তর আমানতগঞ্জ সিকদার পাড়া এলাকার শেখ বাড়ি সম্মুখে গাছটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
এমন দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে জনসাধারণ এদিক-ওদিক ছোটাছুটি করতে শুরু করে। তবে প্রত্যক্ষদর্শীরা এই আগুনে গেজুর গাছটির উপরিভাগ পুড়ে যাওয়ার দৃশ্য মোবাইলে ভিডিও করেন।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে গাছটির মাথায় আগুন জ্বলছে দাউ দাউ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ টার পরপর শহেরর উত্তর প্রান্ত থেকে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। প্রবল বাতাসের মধ্যে একটা সময় বেশ কয়েকবার বজ্রপাতের আওয়াজ শোনা যায়।
পরক্ষণে শেখ বাড়ির সামনের খেজুর গাছটিতে আগুন জ্বলতে দেখা যায়। যা দেখে পথচারী ও জনসাধারণ আতঙ্কিত হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত গাছটি পুড়ে গেছে বলে খবর রয়েছে। কিন্তু এতে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ এপ্রিল