আমি আবার একটা যুদ্ধ চাই এই মানবের-মানবতা বদলানোর !
খবরের কাগজে প্রাই দেখি
পাঁচ বছরের শিশু ধর্ষন
আবার কোন, কোন দিন
মীরজাফর,দের কু-নজর লেগেছে
আমার ময়না পাখীর গায়ে।
অবাক হওয়ার কিছুই নেই
একজন ধর্ষণকারীও
একদিন বাবা হবে..!!
আর তার মেয়েকেও একদিন বলবে
মা সাবধানে চলাফেরা করিস…..!
এইটা কোনো ব্যাপার না….!
আমাদের দেশে এটা স্বাভাবিক !
চোখের কোনে জমে থাকা এক ফোটা অশ্রু
ছাড়া কি আর করার থাকে আমাদের যারা একটু
সচেতন।
আমি বাবা আমার মেয়েকে নিয়ে স্বপ্ন দেখবো,
এটাই স্বাভাবিক ছোট্র থেকে বড় অফিসার,,হবে মস্ত বড় ডাক্তার, হয়তো খালেদা জিয়া,শেখ হাসিনা,
নয়তো বেগম রোকেয়া, কিন্তু সেই স্বপ্ন বাস্তবের রুপ নিবে কোন দিন ??
এই জাতি বদলাবে কবে ??
চোখ বন্ধ করলে আমি কখনো কখনো নিথর হয়ে যাই
আমার তো একটা ছেলে আছে সে কি শিখবে এই উল্টো সমাজ থেকে ??
প্রতিবাদ করবেন হয়ে যাবেন পুলিশের
সাজানো ছিনতাইবাজ, কখনো আবার নেশা খোর।
সামাজিক আন্দোলন কিংবা প্রতিবাদ করবেন ??
হবেন রাজাকার আলবদর।
আসলে কবে বদলাবো আমরা ??
এ এম বি। পাথরঘাটা নিউজ